সারাদেশ

নওগাঁর ১১ উপজেলা এখনও করোনামুক্ত

মহাদেবপুর (নওগাঁ): নওগাঁ জেলার ১১ উপজেলা এখনও করোনামুক্ত রয়েছে। প্রাণঘাতি করোনাভাইরাস হানা দিতে পারেনি এখানে।

রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার পর নওগাঁর এক যুবকের করোনাভাইরাস পজেটিভ দেখানো হয়েছে। কিন্তু তার নাম ঠিকানার মিল পাওয়া যায়নি।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আকতারুজ্জামান আলাল রিপোর্ট হাতে পেয়ে সাংবাদিকদের জানান, রাজশাহী থেকে পাঠানো করোনাভাইরাস পজেটিভ রিপোর্টে যে নাম ও বয়স দেখানো হয়েছে তা নওগাঁ থেকে পাঠানো কোন নমুনার সাথে মিল নেই। তারপরও নাম ও বয়সের সাথে কিছুটা মিল রয়েছে এমন এক সন্দেহভাজন যুবকের নমুনা সংগ্রহ করে পুণরায় তা পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি জানান, ওই যুবকের বাড়ী নওগাঁর আত্রাই উপজেলার বলরাম চক গ্রামে। গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তিনি ঢাকার দোহার থেকে গত ৯ এপ্রিল বাড়ী এসে ইতিমধ্যেই হোম কোয়ারেন্টাইনে ১০ দিন অতিবাহীত করেছেন। বর্তমানে তার শরীরে করোনাভাইরাসে অসুস্থতার কোন লক্ষণ নেই বলেও তিনি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button