সারাদেশ

নওগাঁ ধামইরহাটে সচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনীর প্রচারাভিযান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নোভেল-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব, মফস্বল এলাকার মানুষ কিছুটা অসচেতন, ঠিক সেই সময় নওগাঁর ধামইরহাটে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের নেতৃত্বে সাধারণ মানুষদের সচেতন করতে ঘরে থাককে উদ্বুদ্ধ করছেন। ‘বিদেশ ফেরত এলাম যারা-কোয়ারেন্টাইন থাকবো তারা, জাগাও চেতনা জাগাও বোধ-করবো করোনা প্রতিরোধ’ এই ¯েøাগান সম্বলিত বেনার ও হাতে হ্যান্ড মাইক নিয়ে পথচারী, বিভিন্ন ঔষুধের দোকানে চালাচ্ছেন প্রচারাভিযান, আর এই সব প্রচারনায় ও সচেতনতায় সেনাবাহিনীর মেজর হাবিব সহ সেনা সদস্যরা সাধারণ জনগনকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পকে ভালভাবে বোঝান। সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে বাচুন ও অন্যকে ভাল থাকতে সহায়তা করুন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button