রংপুর বিভাগসারাদেশ

নতুন করে তিস্তায় বাড়ছে পানি, আবারও বন্যার আশংকা

নীলফামারী জেলা প্রতিনিধি: ২ মাস পর অসময়ে আবারও তিস্তায় পানি বেড়েছে। এতে নতুন করে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। তিস্তার উজান সিকিমে হঠাৎ ভারী বৃষ্টিপাত হওয়ায় এবং ভারত গজল ডোবা ব্যারেজের সব ক’টি গেট খুলে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। তিনি জানান গত ২৪ ঘন্টায় তিস্তার নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। যা বর্তমান সকাল সাড়ে ৯ টায় (৯ সেপ্টেম্বর) বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা আরো জানান, বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন অধিদপ্তরের দেয়া তথ্য মতে সেপ্টেম্বরের ৩য় ও ৪র্থ সপ্তাহে আরও ২০ সে.মি. পর্যন্ত পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও পানি বৃদ্ধিতে ভাঙ্গন ও ফসলের ক্ষতির আশংকায় পড়েছেন তিস্তার ১৫২ কিলোমিটার অববাহিকার মানুষ। গত ২ মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরে ফিরেছে মানুষ। প্রমত্তা তিস্তা শুকিয়ে গিয়েছিল। কিন্তু ২ দিন থেকে টানা বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তা অববাহিকায় আবারও বন্যা পরিস্থিতি আশংকা করা হচ্ছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে জুলাই মাসের ৫ তারিখে সর্বশেষ পানি বিপদসীমা অতিক্রম করেছিল। কিন্তু গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button