রাজশাহী বিভাগসারাদেশ

নাটোরের বড়াইগ্রামে ঈদ শেষে করোনা ঝুঁকি নিয়ে রাজধানীমুখী মানুষের স্রোত

নাটোর (বড়াইগ্রাম) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ঈদের ছুটি শেষে করোনাভাইরাসের ঝুকি নিয়ে  গ্রাম থেকে রাজধানীমুখী ছুটছেন মানুষ, গণপরিবহন না থাকলেও কষ্টসাধ্য উপায়ে অসংখ্য মানুষ স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে গ্রামের বাড়ি গিয়েছিলেন, ঈদুল ফিতরের ছুটি শেষ করেই কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী বাড়ছে মানুষের ভিড় , বাস রেলের মতো গণপরিবহন বন্ধ থাকলেও নানাভাবে বাড়ি থেকে ঢাকার পথে যেতে শুরু করেছেন রাজশাহী নাটোর পাবনা অসংখ্য বাসিন্দা। পরিবার পরিজন, ছোট বাচ্চাদের নিয়ে ট্রাকে, অটোতে, এমনকি হেঁটেও তার যাবার চেষ্টা করছেন। যদিও করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে নিজ বাড়িতে থাকার এবং যাতায়াত না করার তাগিদ দিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রায় দুই মাস ধরে বাংলাদেশে অঘোষিত লকডাউনও চলছে, যেখানে সব ধরণের গণপরিবহন বন্ধ রয়েছে, তার পরেও করোনাভাইরাসের মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে  আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button