রাজশাহী বিভাগসারাদেশ

নাটোরের বড়াইগ্রামে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

নাটোরের বড়াইগ্রামে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে প্রচারাভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বনপাড়াস্থ পৌরসভার সামনে নাটোর- পাবনা মহাসড়কে মানববন্ধন ও পৌর শহরের বিভিন্ন সড়কের পথচারী ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করে প্রচারাভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে উপজেলা প্রশাসন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম প্রমূখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button