রাজশাহী বিভাগসারাদেশ

নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী গৃহবধু নিখোজ সন্ধান চেয়ে ভাইদের সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নারায়নপুর গ্রামের শ্বশুরবাড়ী থেকে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি বাক প্রতিবন্ধী গৃহবধু জান্নাতুল ফেরদৌস (২০)। তাকে মৃত অথবা জীবিত উদ্ধার করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধুর সহোদর দুই ভাই, কামাল ও জামাল হোসেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া আর.এস মার্কেটের কপি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
জান্নাতুল উপজেলার নারায়নপুর গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী ও পার্শ্ববর্তী মুলাডুলি ইউনিয়নের রহিমপুর গ্রামের হাসেন ফকিরের মেয়ে। তিনি ৭ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে ঘুম থেকে উঠে ঘরের বাইরে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে গৃহবধুর ভাই কামাল হোসেন  ৯ ফেব্রুয়ারী থানায় জিডি করেন। কিন্তু থানায় জিডি করার ১০ দিন পেরিয়ে গেলেও মেলেনি প্রতিবন্ধী গৃহবধূ জান্নাতুল।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান পারিবারিক ঝগড়া বিবাদের কারণে এমনটি হতে পারে, তার পরেও জান্নাতুলের খোঁজে পুলিশ তৎপর রয়েছে। আশা করা যায় দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button