রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি’র হাতে আটক ৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ জন চোরাকারবারীকে চোরাচালানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা অতিক্রমের সময় আটক করা হয়েছে।পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৮ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে গোপন সংবাদের প্রেক্ষিতে কালুপাড়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৭০/৪-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালুপাড়া মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম কালে ঘটনাস্থল থেকে ১টি তারকাঁটার বেড়া কাটার যন্ত্র (কাঁচি) ও বাঁশের তৈরী মাচাসহ কালুপাড়া গ্রামের মোঃ আঃ মান্নান খোকার ছেলে মোঃ আব্দুস সালাম বাবু (৪০), মোঃ আব্বাস আলী মন্ডলের ছেলে মোঃ গোলাম রব্বানী রুবেল (৩০), মৃত ওয়াজেদ আলী মন্ডলের ছেলে মোঃ নুরুজ্জামান হোসেন (৪৬), এবং একই গ্রামের উরজুল্লা বর্মনের ছেলে শ্রী প্রদীপ বর্মন (৩৫)’কে আটক করা হয়। পরে ধৃত ৪ জন চোরাকারবারী’কে ধামইরহাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button