রাজশাহী বিভাগসারাদেশ

নাটোরে আম ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বড়াইগ্রাম প্রতিনিধিঃ  আমের নিরাপদ উৎপাদন আহরন ও সুষ্ঠু বাজারজাত করনের লক্ষে উংপাদন কারী ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে  বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে আম ব্যবসায়ী, আড়তদার ও আমবাগানীদের সাথে বর্তমান করোনাকালীন পরিস্থিতে নিরাপদ আম উৎপাদন, ব্যবসা ও বাজারজাত করণে চ্যালেঞ্জ এবং করোণীয় বিষয়ে একবিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, এস আই সামছুল ইসলাম,  এসআই রবিউল ইসলাম, এস এম কামরুজ্জামান রউফ সভাপতি আহমদ পুর বাস স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক আম আড়তদার সমিতি, আবু হেনা মোস্তফা কামাল আমচাষি সাবেক চেয়ারম্যান ১ নং জোয়ারী ইউনিয়ন,এস এম আসাদুজ্জামান আসাদ অধ্যক্ষ আজম আলী ডিগ্রী কলেজ সভাপতি মাদক নির্মূল কমিটি, মোশারফের মিঠু কেশিয়ার আম আরৎ দার সমিতি। মতবিনিময় শেষে আম ব্যবসায়ী ও বাগান মালিকদের  নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে পুলিশ সুপার লিটন কুমার সাহা আহম্মেদপুর বাজারে একটি অস্থায়ী পুলিশ বক্স উদ্বোধন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button