রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীতে নৈশ কোচ কেঁড়ে নিল এক ইপিজেড শ্রমিকের প্রাণ, আহত ১১

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে নৈশ কোচ অটোরিক্সাকে  ধাক্কা দিয়ে প্রাণ কেড়ে নিল  যাত্রী ইপিজেড কর্মীর।  এ সময় অটোরিক্সায় থাকা আরো ১১ যাত্রী আহত হন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ইপিজেডের কামারপাড়া মোড়ে ওই দূর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই উত্তরা ইপিজেডের শ্রমিক। নিহত মশিউর রহমান (৪০) জেলা সদরের ইটাখোলা ইউনিয়ননের কানিয়ালখাতা মুন্সিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, সকালের দিকে নীলফামারী শহর থেকে ইপিজেডের ১২জন শ্রমিককে নিয়ে একটি অটোরিক্সা ইপিজেডে যাওয়ার পথে নীলফামারী-সৈয়দপুর সড়কের সংগলশী কামারপাড়া মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ জিসা পরিবহনের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে অটোরিক্সা ধুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসাপাতালে নিলে শ্রমিক মশিউর রহমানের মৃত্যু হয়। অন্যান্য আহতদের মধ্যে শ্রমিক বেবী আকতার, শাহিনা বেগম ও ইলিয়াস হোসেনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় বাসটি আটক করা হলেও চালক,সুপারভাইজার ও হেলপার পলাতক রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button