চট্টগ্রাম বিভাগসারাদেশ

নোয়াখালী জেলায় মাস্ক পরিধানে কঠোর হচ্ছে প্রশাসন, ৬৫ মামলায় ৩০ হাজার জরিমানা

“নো মাস্ক নো সার্ভিস” এই শ্লোগানে সামনে রেখে কোভিট-১৯ (করোনা) সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনসাধারণসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলার মাইজদীতে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে জেলা শহর মাইজদী বাজারে ৬৫টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি প্রতিষ্ঠানে মালিক ও কর্মচারীদের কেউই মাস্ক না পরার অপরাধে ৩দিনের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০.০০ ঘটিকার দিকে জেলা প্রশাসকমোহাম্মদ খোরশেদ আলম খানের নেতৃত্বে এই মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালিত হয়।উক্ত কর্মসূচীতে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button