রাজশাহী বিভাগসারাদেশ

পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর শহীদ তাইজুলের স্ত্রীর পাশে দাড়াল “হ্যালো গোমস্তাপুর”

গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুক্তিযুদ্ধে শহীদ তাইজুল ইসলামের অসহায় স্ত্রীর পাশে দাড়ালেন অনলাইন সেচ্ছাসেবী সংগঠন “হ্যালো গোমস্তাপুর”।
বৃদ্ধ সাজিনুর বেগম মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী হওয়ার সত্তেও বঞ্চিত  হয়েছে  সব ধরনের  সুযোগ-সুবিধা থেকে। জুটছেনা তিন বেলা খাবার, খাবারের অভাবে প্রায় দিন রোজা রাখেন,নিরাপদ নয়  বসবাসের যায়গাটুকু।
সাজিনুর বেগমের বয়স ৬৫ বছর। স্বামী শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে পাক সেনাদের হাতে। এক ছেলে সবুর(৩৫) অার্থিক অসচ্ছলতার কারনে থাকেন না মায়ের কাছে,রাখেন না মায়ের খোঁজ খবর।
গত ৮ জুন “মানবেতর জীবনযাপন করছেন শহীদ তাইজুল ইসলামের স্ত্রী সাজিনুর বেগম” শিরোনামে কয়েকটি সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর সংগঠনটি তার পাশে দাড়ানোর উদ্যোগ নেয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বালুগ্রামে সাজিনুর বেগমের বাসায় নগদ ২১,২৪০(একুশ হাজার দুইশত চল্লিশ টাকা) অর্থ তুলে দেন “হ্যালো গোমস্তাপুর” এর পরিচালনা পরিষদের  সদস্যবৃন্দ- বাহারাম মিঞা কাজল, মৃনাল ক্রান্তি দাস, মনোয়ার হোসেন, কাউসার আহমেদ ও আনোয়ারুল ইসলাম।
পরিশেষে “হ্যালো গোমস্তাপুর” বলেন  অসহায় এ বৃদ্ধ মহিলার পাশে  তারা দাড়িয়ে ভবিষৎও  সাহায্য করার প্রতিশ্রুতি দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button