ময়মনসিংহ বিভাগসারাদেশ

পুলিশি প্রহরায় শেরপুরে সকল ভাস্কর্য ও মুর‌্যাল

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে জাতির জনকের সব ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে। জেলার বিভিন্ন প্রান্তে থাকা ১৪টি ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি প্রহরা বসানো হয়েছে। সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পৌরসভার পক্ষ থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দূর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমনটি ঘটার পর সারাদেশের ন্যায় শেরপুরেও ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।
নকলা পৌর শহরের গড়েরগাও মোড়ে গিয়ে মুর‌্যাল চত্তরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেও বঙ্গবন্ধুর ম্যুারালের সামনেও পাহাড়া দিচ্ছে পুলিশ।

সারা জেলার প্রতিটি ম্যুরাল এরাকায় পাহাড়া দিচ্ছে পুলিশ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, জেলা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এজন্য নিরাপত্তার স্বার্থে জেলার সকল ভাস্কর্য ও ম্যুরালে পুলিশ প্রহরা বসানো হয়েছে। সেই সাথে টহলও জোরদার করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button