সারাদেশ

বগুড়ার ধুনটে অন্তঃসত্তা গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সাথী খাতুন (২৬) নামের এক অন্তঃসত্তা গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অন্তঃসত্তা গৃহবধু সাথী খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত সামছুল হকের মেয়ে ও একই গ্রামের রকি ফকিরের স্ত্রী। এবিষয়ে সাথী খাতুন বাদী হয়ে স্বামী রকি ফকিরসহ ৮জনকে অভিযুক্ত করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত. সামছুল হকের মেয়ের সাথে একই গ্রামের আব্দুর রশিদ ফকিরের ছেলে রকি ফকিরের সাথে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিবাহের কিছু দিন পর থেকেই পারিবারিক কলহ কেন্দ্র করে সাথী খাতুনকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসতেছিলো স্বামী রকি ফকির। এসমতবস্থায় গত ৩১/০৩/২০২০ ইং তারিখে সকাল ৯টার সময় তুচ্ছ কথাকে কেন্দ্র করে স্বামী রকি ফকির ও তার লোকজন সাথীকে মারপিট করে মাটিতে ফেলে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে মারপিট করে ও অন্তঃসত্তা নষ্ট করার জন্য তলপেটে লাথি দিয়ে আঘাত করে এবং বুকের উপর বসে গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। পরে স্থানীয়রা আমাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ধুনট থানার এস আই প্রদীপ কুমার বর্মন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button