রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান হোসেনের স্ত্রী নীলা পারভিন (৩০) ও ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা (২৮)।

আহতরা হলেন- শেরপুরের ইউসুফ আলী (২৭) ও ধুনটের টুকটুকি সাহা (২৮)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন গণমাধ্যমকে জানান, রোববার সকালে শেরপুরের চান্দাইকোনা থেকে একটি সিএনজি চালিয়ে অটোরিকশা যাত্রী নিয়ে বগুড়ার বনানীতে যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় মহাসড়কে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে যাত্রী নীলা পারভিন মারা যান।

আহত অর্পিতা সাহা, টুকটুকি সাহা ও ইউসুফ আলীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়।

সিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল গণমাধ্যমকে জানান, ভর্তি কিছুক্ষণ পর অর্পিতার সাহার মৃত্যু হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button