সারাদেশ

বগুড়ায় আরও ৭ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন করে করোনা আক্রান্তদের সাতজনের মধ্যে নন্দীগ্রামের ১২ বছর বয়সী এক কিশোরী, ধুনটের ২২ বছরের এক যুবক, দুপচাঁচিয়ার ৬০ বছরের এক বৃদ্ধ, সারিয়াকান্দির ২৮ বছরের এক যুবক, সোনাতলার ৪৫ বছরের এক ব্যক্তি, শাজাহানপুরের ২৭ বছরের এক নারী এবং বগুড়া শহরের সবুজবাগ এলাকার ৪০ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার রাজশাহীতে পরীক্ষায় সারিয়াকান্দির দুজন এবং সোনাতলার একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার আগে আদমদীঘিতে এক পুলিশ সদস্য এবং এক ট্রাকচালক করোনায় আক্রান্ত হন।

গতকাল বুধবার রাতে পাওয়া রিপোর্টে দুপচাঁচিয়ায় আক্রান্ত বৃদ্ধ আদমদীঘিতে আক্রান্ত পুলিশ সদস্যের নানা শ্বশুর বলে জানা গেছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রুখতে গত মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button