রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় করোনায় নারীসহ ৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় মৃতরা হলেন, বগুড়া সদরের সেলিনা সুলতানা (৫৩), নাটোর সদরের আব্দুল খালেক (৬০) ও জয়পুরহাট জেলার কালাই এলাকার সায়েদ আলী (৩৮)।
তাদের মধ্যে বুধবার (৯ জুন) বিকেলে সেলিনা সুলতানা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, বৃহস্পতিবার (১০ জুন) সকালে আব্দুল খালেক ও শুক্রবার (১১ জুন) ভোরে সায়েদ আলী টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬১টি নমুনায় ১৮ জনের ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আটটি নমুনায় পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে সদরে ২২ জন ও দুপঁচাচিয়া একজন রয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৪২ জন। আর মারা গেছেন ৩২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২১৯ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button