রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় টিএমএসএস র্কাযক্রম দেখলেন ড.মূসা বিন শমশের

স্টাফ রিপোর্টারঃ ড. মূসা বিন শমশের টিএমএসএস এর কার্যক্রম সম্পর্কে জানতে গতকাল বুধবার হোটেল মম ইন বগুড়ায় এক আলোচনায় অংশ গ্রহন করেন।
টিএমএসএস‘র পক্ষে সেবামূলক কাজে নগন্য সুদে বিনিয়োগে আর্থিক প্রস্তাবনার প্রেক্ষিতে মূসা বিন শমশের ও টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের মধ্যে একান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় দেশের স্বাস্থ খাতে বিনিয়োগে এশিয়ার বৃহৎ বহুমুখী হাসপাতাল এবং ৬৪টি জেলায় ওল্ড হোম(বৃদ্ধাশ্রম) নির্মানের বিষয় প্রাধান্য পায়। এছাড়াও প্রিন্স ড. মূসা বিন শমশের গ্রামে অর্থ প্রবাহের জন্য বিনিয়োগে উৎসাহ দেখান।
এসময় টিএমএসএস‘র পরিচালনা পর্ষদের সদস্য ও উর্ধ্বতন কর্মর্তাগন উপস্থিত ছিলেন।
ড.মূসা বিন শমশের নিজস্ব দেহরক্ষীসহ হেলিকপ্টার যোগে দুপুর ১২টায় আগমন করেন এবং বিকাল ৩টায় ঢাকার উদেশ্যে বগুড়া ত্যাগ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button