সারাদেশ

বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বিশ্বকে স্থবির করে দেওয়া নভেল করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে যুব সমাজের উদ্যোগে দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার মুক্তাগাছা মহল্লা স্বেচ্ছায় লকডাউন ও জীবানুনাশক স্প্রে করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সহ জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাবু প্রামানিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুনজুর কাজী মজনু, সমাজসেবক খাদেমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক হুজ্জাতুল ইসলাম, রাহেল কাজী, মাওলানা আবু হাসানসহ মহল্লাবাসী। জীবানুনাশক স্প্রে কার্যক্রমে অংশগ্রহণ করেন আবু হাসান বাবু আকন্দ, শাওন ইসলাম মোমিন, বায়েজীদ প্রামানিক, হাসান প্রামানিক, রাশেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুর রশিদ আকন্দ, পিন্টু কাজী, আমিরুল ইসলাম প্রামানিক, আবুজার আকন্দ, ইনছান কাজী। এর আগে মহল্লার যুব সমাজের উদ্যোগে মহল্লার প্রবেশপথ বন্ধ করে লকডাউন করা হয়। ওয়ার্ড কাউন্সিলর সাবু প্রামানিক জানান, সারাবিশ্বে বর্তমানে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারন করেছে, তাই করোনা সংক্রম থেকে রক্ষা পেতে সরকারের নিদের্শনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রাখা ও মহল্লার মধ্যে সংক্রমন ঠেকাতে কয়েকজন সচেতন যুবক ও মহল্লাবাসীর উদ্যোগে মহল্লার প্রবেশপথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয় যাতে বাহিরের কেউ মহল্লায় প্রবেশ করতে না পারে এবং জরুরী প্রয়োজন ছাড়া মহল্লার বাহিরে যেতে না পারে। মহল্লাকে জীবানুমুক্ত রাখতে প্রত্যেকটি রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে চলতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি ২০০ পিচ মাস্ক বিতরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button