সারাদেশ

বগুড়া শহর জনশূন্য হয়ে পড়েছে

প্রশাসন কঠোর ভূমিকা পালন করায় বগুড়া শহর জনশূন্য হয়ে পড়েছে। পাড়া মহল্লা ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া রাস্তার মোড়ে মোড়ে পুলিশ রিকশা ভ্যান ও ব্যাটারি চালিত অটো ও সিএনজি চলাচলে বাধা প্রদান করায় অনেকেই বের হচ্ছেন না।

দেরীতে হলেও মানুষকে ঘরে ফেরাতে সক্ষম হয়েছে প্রশাসন। তবে হাট বাজারগুলো খোলা থাকায় মূলত সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এদিকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে বগুড়ায় বিভিন্ন সড়কে টহল চলছে। করোনা সর্তকতায় সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা ও উপজেলায় হ্যান্ড মাইকে প্রচার করা হচ্ছে। লোক সমাগম বন্ধ এবং করোনাভাইরাস সর্তকতায় নিয়ম মেনে চলার আহবান জানাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে অবস্থান করছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button