রাজশাহী বিভাগসারাদেশ

বদলগাছীতে ভেজাল কীটনাশকে সয়লাব বেকায়দায় কৃষক

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে ভেজাল কীটনাশকে বাজার সয়লাব বেকায়দায় পড়েছে কৃষকেরা। না বুঝেএসব ভেজাল কীটনাশক ব্যবহার করে উপকারের পরিবর্তে উল্টো ক্ষতি গ্রস্ত হচ্ছে কৃষকেরা।ধান,সবজি সহ বিভিন্ন ফসলে পোকা দমনে কীটনাশক ব্যবহার না করলে ফসল ফোলানো সম্ভব হচ্ছে না। কিন্ত দোকান থেকে কেনা কীটনাশক দিয়ে কোন কাজ করছে না। একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে অপরদিকে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন উপজেলার কৃষকেরা।
জানা গেছে, ইনতেফা কোম্পানীর ‘বাতির’ নামক কীটনাশক কোম্পানির নির্ধারিত ডিলারদের মাধ্যমে বাজারে বিক্রি করে থাকে। কোম্পানির নির্ধারিত দোকানগুলোতে এ কীটনাশক না থাকলেও হবু হবু লেবেল লাগানো বোতল বা পাকেট বাহিরের সর্বত্ররে দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। না বুঝে কৃষকরা সেই সব কীটনাশক চরা দামে কিলে পোকা দমনের জন্য স্প্রে করছেন তা দিয়ে কিছুতেই পোকা দমন করা সম্ভব হচ্ছেনা। ফলে কোম্পানির বিরুদ্ধে তাদের বিভিন্ন অভিযোগ। বোতল বা পাকেটের গায়ে মনোগ্রাম বা লেবেল দেখে বোঝার কোন উপায় নেই এটা নকল নাকি আসল কীটনাশক। কৃষকরা না বুঝে ওই নকল কীটনাশক কিনে প্রতারিত হতে হচ্ছে। নকল কীটনাশক বিক্র বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলার কৃষকরা। তারা মনে করেন উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রশাসনের অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে আমরা প্রতিনিয়ত প্রতারণার শ্বিকার হয়ে দিনদিন ক্ষতি গ্রস্ত হচ্ছি। তা ছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় যত্র তত্র ভাবে লাইসে¯œ বিহিন গড়ে উঠেছে কীটনাশকের দোকান এমন কি মুদির দোকানে ও বিক্রি হচ্ছে কীটনা শক। বদলগাছী বাজারে অবস্থিত ফারুক কীটনাশক দোকানের মালিক শিপলু হোসেন বলেন আমাদের কাছে ও অনেক কৃষক এধরনের অভিযোগ নিয়ে আসছে। উপজেলা উপ সহকারী কৃষি সাহার আলী বলেন আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি কীটনাশক আসল না নকল সেটা বলতে পারবনা এগুলো কোম্পানির ব্যপার। উনাক কেম্পানির মার্কেটিং অফিসার গোলাম রসুল বলেন কৃষকরা নিয়ম মেনে প্রয়োগ না করার কারনে সমস্যা হতে পারে। উপজেলার কোলা ইউনিয়ন কেশাইল গ্রামের দেলোয়ার হোসেন ,পাড়োরা গ্রামের আব্দুল বারীক চাংলা গ্রামের পলাশ হোসেন বলেন ২বছর যে কীটনাশকের দাম ছিল ২শ টাকা সেটি এখন ৩৫০টাকা কিন্ত আগের মত কাজ হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন অনেক সময় ঔষধের মেয়াদ উর্ত্তীন হলে এসমস্যা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন জরুরী ভিত্তিত্বে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক বিত্রেুতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button