রাজশাহী বিভাগসারাদেশ

বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে টিএমএসএস’র উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টিএমএসএস এর উদ্যোগে ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় গতকাল বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয়, কিশোর-কিশোরী ও পিতা-মাতার ভূমিকা, সমাজে আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে বাধা সমূহ আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খাঁন। টিএমএসএস এর পরিচালক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক মোঃ মাহাবুবর রহমান,যুগ্ম-পরিচালক মোঃ কামরুজ্জামান খাঁন প্রমুখ। ওরিয়েন্টেশনে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন মোছাঃ সুয়াইবা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস কর্মকর্তা ও মানবাধিকার কর্মী সাহানা আফরোজ খানম। বক্তরা বলেন, প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। সে জন্য সবার আগে প্রয়োজন নারীকে সু-শিক্ষায় শিক্ষিত করে নিজেকে প্রতিষ্ঠিত করা। ওরিয়েন্টেশনে কু-সুংস্কার, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানানো হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button