রাজশাহী বিভাগসারাদেশ

বোরখা পার্টির খপ্পরে পড়ে ১ লাখ ৮৪ হাজার টাকা খোয়ালেন শিক্ষিকা!

পাবনার ঈশ্বরদীতে বোরখা পার্টির খপ্পরে পড়ে নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা হারিয়েছেন পৌর এলাকার মধ্য অরণকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা (৫৭)।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। ওই শিক্ষিকার বাড়ি শহরের পৌর পাড়া এলাকায়।

আয়েশা সিদ্দিকা জানান, স্কুল মেরামতের জন্য সরকারি বরাদ্দের এক লাখ ৮৪ হাজার টাকা বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখা থেকে চেকের মাধ্যমে উত্তোলন করেন তিনি। এ সময় ব্যাংকের ভেতর থেকেই চার জন বোরখা পরা নারী তাকে অনুসরণ করেন। তিনি ব্যাংক থেকে বেরিয়ে ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের সামনে গেলে ওই চার নারী তাকে ঘিরে ধরেন। এ সময় তারা কৌশলে তার ব্যাগে থাকা টাকাগুলো নিয়ে সটকে পড়ে। বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।

এদিকে, গত রবিবার একই সময়, একই স্থানে বোরখা পার্টির খপ্পরে পড়ে নগদ ২০ হাজার টাকা হারিয়েছেন শহরের ফতেমহম্মদপুর এলাকার স্কুল শিক্ষিকা হোসনে আরা পলি (৪৫)।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর চলছে। তবে কেউ লিখিত কোনও অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button