খুলনা বিভাগসারাদেশ

ভাঙ্গায় কিশোরীর লাশ দাফনে গ্রামবাসীর বাধা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের কবরস্থানে গ্রামবাসীর বাধায় দাফন হলোনা কিশোরীর লাশ। ভাগ্যের নির্মমতায় হাবিবা আক্তার(১৪) নামে ওই কিশোরীর লাশ অবশেষে দাফন হল তার বাসস্থান থেকে ৭ কিলোমিটার দুরে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে। সে উপজেলার মালীগ্রাম আঃ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্ধী। মৃতের স্বজন সায়েম সাদাত জানান,উপজেলার পৌরসদরের কুঠিবাড়ি চরকান্দা গ্রামের শাহেদ আলী উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামে গরুর খামার করে দীর্ঘ্য ২০ বছর যাবৎ বসবাস করেআসছিলেন। শাহেদ আলীর মেয়ে হাবিবা বেশ কিছুদিন যাবৎ কানের অসুখে ভুগছিলেন। বুধবার সকালে হাবিবা হঠাৎ মারা যায়। লাশ দাফনের জন্য পাশেই বামনকান্দা বাসষ্টান্ড সংলগ্ন কবরস্থানে নিয়ে গেলে গ্রামের কবরস্থান কমিটির লোকজন লাশ দাফন করার জায়গা দিতে অস্বীকৃতি জানায়।গ্রামবাসীরা জানান, কবরস্থানে জায়গার সংকট রয়েছে। তাই অন্যত্র দাফন করার জন্য মৃতের স্বজনদের বলেন। বাধ্য হয়ে লাশ নিয়ে স্বজনরা ৭ কিলোমিটার দূরে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে গিয়ে দাফন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button