সারাদেশ

ভাঙ্গায় বেদে সম্প্রদায়ের মাঝে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরন

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-বার ও পিপিএম-বার এর পক্ষ থেকে করোনার কারনে সংকটে পড়া অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। এসব সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল,ডাল,আলু,তেল প্রভৃতি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম কলাতলা ও আলগী ইউনিয়নের সুয়াদী গ্রাম নামক স্থানে তাবু টানিয়ে অস্থায়ী পল্লীতে বাস করা ৪৭ জন বেদে সম্প্রদায়ের সদস্যদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম । এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান, সেকেন্ড অফিসার মো: শফিকুল ইসলাম,ভাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর সালেহ আহমেদ, সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। ফরিদপুর পুলিম সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বাংলাদেশ পুলিশ সব সময়ই আতœমানবতার কাজে নিয়োজিত রয়েছে। বৈশ্বিক করোনার কারনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে আমাদের সদস্যরা সর্বদা নিয়োজিত আছে। সবাই যখন করোনার কারনে ভীত হয়ে ঘরবন্দী ,তখন আমাদের পুলিশ সদস্যরা জীবনের মায়া ত্যাগ করে সর্বদা মাঠে রয়েছেন।চিরাচরিত দায়িত্ব ছাড়াও আমাদের সদস্যরা মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন। অনেক সদস্যই তাদের বেতনের টাকা দিয়ে অসহায়দের খাবার দিয়ে সহযোগিতা করছেন। প্রতিটি পুলিশ সদসই এ দীক্ষা নিয়ে মাঠে কাজ করছেন। পুলিশ সদস্যরা যেকোন মানবিক কাজ করতে বদ্ব পরিকর। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button