রংপুর বিভাগসারাদেশ

ভুরুঙ্গামারীতে নতুন করে আরও ১ জন করোনা পজিটিভ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন করে একজন নারীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে।
শুক্রবার (১২ জুন) ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ১ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ সনাক্ত ওই নারীর বয়স ৪০ বছর । তিনি উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া বাগভান্ডার গ্রামের বাসিন্দা। গত ০৬ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। ঢাকা ফেরত ওই নারীর স্বামী কিছুদিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ঢাকায় মারা যায়। তার মরদেহ নিজ বাড়ীতে দাফন করা হয়। পরে পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করা হলে ওই মৃত ব্যক্তির স্ত্রীর নমুনার ফলাফল পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম জানান, নতুন করে করোনা পজিটিভ সনাক্ত ওই নারী উপসর্গ বিহীন। রাতেই তার বাড়ী লকডাউন সহ তাকে নিজ বাড়ীতে আইসোলেশন করে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button