খুলনা বিভাগসারাদেশ

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসাৱেৱ হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ,জেল ও জরিমানা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মন্ডলগাতী গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। এসময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর, বরের ভগ্নিপতি ও কনের পিতাকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের কাছে পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডগাতী গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন খবর আসে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত লুৎফর শেখের ছেলে খসরুজ্জামানকে ১বছর ৬মাস ও বরের ভগ্নিপতি লাবলু মিয়াকে ৬মাস এবং কনের পিতা উপজেলার মন্ডগাতি গ্রামের বাসিন্দা আমিনুর রহমানকে ১বছর কারাদন্ডাদেশ দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button