খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় শুরু হ‌লো পু‌লিশের নতুন সেবা পদ্ধ‌তি বিট পু‌লি‌শিং

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলায় যাত্রা শুরু হ‌লো পু‌লিশের নতুন সেবা পদ্ধ‌তি বিট পু‌লি‌শিং। মে‌ট্রোপ‌লিটন এলাকাগু‌লি‌তে চলমান পু‌লি‌শিং ‌সেবা অনুকর‌ণে দে‌শের প্র‌তি‌টি জেলার প্রা‌ন্তিক নাগ‌রিক‌দের দ্বার‌গো‌ড়ায়ও নগ‌রের ন্যায় প‌ু‌লি‌শি সেবা সহ‌জে পৌ‌ছে দি‌তে সম্প্র‌তি দে‌শের প্র‌তি‌টি জেলায় বিট পু‌লি‌শিং কার্যক্রম চালু করার উ‌দ্যেগ গ্রহণ করা হয়।
পু‌লিশ হেড‌কোয়াট‌ার্সের সাম্প্রতিক নি‌র্দেশনা প্রাপ্ত হ‌য়ে মাগুরা জেলার পুলিশ সুপার, জনাব খান মোহাম্মদ রেজোয়ান স্যা‌র এ ব্যপা‌রে জোর তৎপরতা শুরু করেন এবং মাগুরা জেলার চার‌টি থানায় এক‌যো‌গে এ কার্যক্রম চালু করার প‌রিকল্পনা গ্রহণ ক‌রে প্র‌য়োজনীয় নি‌র্দেশনা প্রদান ক‌রেন।
‌বিট পু‌লি‌শিং‌ বাস্তবায়‌নে মাগুরা সদর থানাধীন মাগুরা পৌরসভার ০৯ টি ওয়ার্ড সহ মোট ১৩ টি ইউ‌নিয়ন‌কে মোট ২২ টি পৃথক বি‌টে বিভক্ত ক‌রে কার্যক্রম চালু ক‌রে মাগুরা সদর থানা পু‌লিশ।জেলা পু‌লিশ সুপা‌রের প‌ক্ষে ০৮/০৭/২০২০ তা‌রিখ সদর থানার অ‌ফিসার ইনচার্জ জনাব জয়নাল আবে‌দিন থানাধীন চাউ‌লিয়া ইউ‌নিয়ন এলাকা নি‌য়ে গ‌ঠিত ১৮ নং বিটের শুভ উ‌দ্ভোধন ক‌রেন। ইউ‌নিয়ন প‌রিষদ ভব‌নের বিট ক‌ক্ষে আয়ো‌জিত এ বৈঠ‌কে আরো উপ‌স্থিত ছি‌লেন থানার ইন্স‌পেক্টর তদন্ত ও অপা‌রেশন্স সহ বিট ইনচার্জ এসআই/ দিপংকর ও এএসআই/হাসানুজ্জামান। উ‌দ্ভোধনী ব‌ক্ত‌ব্যে সদর থানার ও‌সি বিট পু‌লি‌শিং এর ধারনা প্রদান সহ বিট এলাকার প‌রি‌চি‌তি তু‌লে ধ‌রে বিট পু‌লি‌শিং বাস্তবায়‌নে সকল‌কে আইন মান্য করার পাশাপা‌শি স‌ঠিক ও নির্ভর‌যোগ্য তথ্য দি‌য়ে পু‌লিশ‌কে সহায়তা করার অনু‌রোধ ক‌রেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button