সারাদেশ

মিরসরাইয়ে ওএমএসের বিক্রিত চাউল সহ দোকানদার গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারী ওএমএসের বিক্রয় করা চাউল সহ এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট বাজারে জননী স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানদার বেনু তোষ পাল পালিয়ে যান।

পরে দোকানে থাকা তার ভাতিজা ভাষ্কর দাশ বাবুকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে। স্থানীয় ডিলার এ চাউল দোকানদারের নিকট বিক্রি করেছেন বলে গোপন সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, সরকারী চাউল মুদি দোকানে বিক্রির অভিযোগ শুনে সেনাবাহিনী ও জোরারগঞ্জ থানা পুলিশ নিয়ে উপজেলার চৈতন্যেরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রয়কৃত এক বস্তা চাউল জব্দ করা হয়। দোকানদার বেনু তোষ পালের ভাতিজা ভাষ্কর দাশ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ফৌজদারি অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করবেন।

মামলার প্রস্তুতি চলমান রয়েছে। পুলিশের তদন্তের মাধ্যমে চাউল কোথায় থেকে তিনি এনেছেন সেটি বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button