সারাদেশ

যশোরের চৌগাছায় ফেনসিডিল ব্যবসায়ী আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি যশোর: যশোরের চৌগাছা থেকে ৪০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, যশোর শহরের ওয়াপদাপাড়ার আলতাফ হোসেনের ছেলে তারিক হাসান (৩৬), ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের মোশারফ হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৩২),যশোর শহরের পুলিশলাইন টালিখোলার এলাকার বদিউজ্জামানের ছেলে শাহিন আলম (৩৬) ও প্রাইভেটকার চালক যশোর সদর উপজেলার হালসা গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে সানজিদ হাসান সম্রাট (২৮)।

তবে এসময় ফেনসিডিল ভর্তি একটি ব্যাগ নিয়ে জনি নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ফেনসিডিল বোঝাই একটি প্রাইভেট কার চৌগাছা-ঝিকরগাছা সড়কের মোহাম্মদপুর মোড় হয়ে যশোর শহরে যাবে। এমন গোপন খবরে,
অভিযান চালিয়ে উপজেলার মুক্তারপুর গ্রামের মধ্যে একটি মসজিদের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা পিঠে ঝোলানো একটি ব্যাগের ভিতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button