সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুল রিপোর্টের কারণে সন্তান হারাতে বসেছিলেন এক প্রসূতি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জনসেবা ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের আল্ট্রাসোনগ্রাফির ভুল রিপোর্টের কারনে গর্ভের সন্তান হারাতে বসেছিলেন এক প্রসূতি। জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মে) উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুন্টি এলাকার মোস্তাক আলীর প্রায় ৫ মাসের অন্তঃসত্তা স্ত্রী ফেরদৌসি বেগম (৩৫) তার গর্ভের সন্তানের অবস্থা জানতে ওই ক্লিনিকের চিকিৎসক মোজাম্মেল হকের কাছে আল্ট্রাসোনগ্রাফি করেন। রিপোর্টে তার সন্তানকে মৃত দেখানো হয় এবং তাকে ডিএনসি (গর্ভপাত) করার পরামর্শ দেয়া হয়। রিপোর্ট নিয়ে মোস্তাক আলীর সন্দেহ হলে তারা পরের দিন শুক্রবার (৮মে) রহনপুর জেনারেল হাসপাতাল ও আলমদিনা ক্লিনিকে পুনরায় ২ দফা আল্ট্রাসোনগ্রাফি করেন। পরীক্ষার রিপোর্টে তাদের সন্তান জীবিত ও সুস্থ রয়েছে বলে দুটি রিপোর্টেই পেয়েছে।
এদিকে ভুল রিপোর্ট দেয়া প্রসঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার দেয়া রিপোর্টের বিষয়ে ভুল স্বীকার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য গত ১১ এপ্রিল রাতে ওই ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়। একই ক্লিনিকে একই চিকিৎসক বার বার ভুল চিকিৎসা অব্যাহত রাখলেও তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোন ব্যবস্থা গ্রহন না করায় তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button