খুলনা বিভাগসারাদেশ

যশোরে দুই দিনে পৃথক পৃথক স্হানে ভাইয়ের হাতে ভাই খুন

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় আপন বড় ভাইয়ের হাতে বিপুল আলী (২৫) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  সোমবার গভীর রাতে উপজেলার ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার সকালে অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) আটক করেছে। নিহত বিপুল আলী ওই গ্রামের হরমুজ মোল্লার ছেলে।

বিপুল আলীর স্ত্রী সুকুরন খাতুন জানান, ভাসুর বিল্লব হোসেন প্রায় নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে তার স্বামীর সাথে গন্ডগোল হতো। এ নিয়ে কয়েকবার মারপিটও করেছেন তার স্বামীকে।   সোমবার রাত ১২ টার দিকে রিপন টয়লেটে যাওয়ার জন্যে বাইওে বের হয়। এ সময় তার বড়ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে মাথার পিছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের সদস্যরা রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ্ আলম রুবেল বলেন, রাত ১টার দিকে বিপুল আলীকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান থেকে রক্ত পড়ছিল ও বাম চোখের নিচে রক্ত জমে ছিল।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লবকে  সকালে পাশ্ববর্তী জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে।

অপরদিকে যশোর কেশবপুরে  ৩০ জুন মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার দোরমুটিয়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত গোলযোগে ছোট ভাই মকসেদের ধাক্কা খেয়ে বড় ভাই কওসার মোড়ল (৬৫) ইটের উপর পড়ে মাথায় আঘাত পেয়ে আহত হয়।

আহত অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডা; সোনিয়া পারভিন আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করে।

এ ঘটনায় কেশবপুর থানা পুলিশ ছোটভাই মকসেদের স্ত্রী ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী শেফালি বেগমকে, আটক করে থানায় নিয়ে আসে। দোরমুটিয়া গ্রামের সাবেক ইউপিসদস্য আব্দুর রাজ্জাক বলেন, নিহত কওসার মোড়লর হার্ডের সমস্যা ছিল।

কেশবপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, হত্যার প্রকৃত রহস্য উদগঠনে লাশ ময়না তদন্তের জন্য, যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত না করে, কিছু বোঝা যাচ্ছে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button