সারাদেশ

যশোর কেশবপুরে অধিক মুনাফা করায় মাছ ব্যাবসায়ীকে টাকা জরিমানা

যশোর প্রতিনিধি: কেশবপুরে ক্রেতাদের ঠকিয়ে অধিক মুনাফা করায় মাছ ব্যাবসায়ী শামছুর রহমানের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে , কেশবপুর শহরের মাছ ব্যাবসায়ী ভােগতি গ্রামের মৃত আকছেদ আলী বিশ্বাসের পূত্র শামছুর রহমান ক্রেতাদের ঠকিয়ে অধিক মুনাফা করে আসছিল ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইরুফা সুলতানা বৃহস্পতিবার সকালে শহরের মাছ বাজারে উপস্থিত হয়ে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে এবং ভােক্তা – অধিকার সংরক্ষণ আইন ২০০৯ – এর ৪৫ ধারা লঙঘন করায় এবং শামছুর রহমানের স্বীকারুক্তির ভিত্তিতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন । শামছুর রহমান এসময় | উক্ত জরিমানার টাকা নগদ পরিশােধ করেন৷ জরিমানা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button