খুলনা বিভাগসারাদেশ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি কিশোরের আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ফের আরেক বন্দি কিশোর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ওই কিশোরের আবির হোসেন রানা (১৩)। সে ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেরার টবগী গ্রামের নয়ন হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শিশু হাসপাতালের ৫০ ডরমেটরির দ্বিতীয় তলায় থাকে রানা। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বাধরুমের দরজার সাথে ফাঁস লাগিয়ে রানা আত্মহত্যার চেষ্টা করে। পরে সেখানে থাকা অন্য বন্দিরা দেখে তাকে উদ্ধার করে এবং কেন্দ্রের কর্মকর্তাদের জানায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একটি চুরির মামলায় সহযোগী হিসাবে আটক হয়ে রানা গত ১৯ আগস্ট থেকে যশোরের পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রে আসে।

এর আগে সাকিব নামে এক বন্দি কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button