খুলনা বিভাগসারাদেশ

যাত্রাশিল্পের অস্তিত্ব টিকাতে শিল্পী দের স্মারক

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি

যশোর মনিরামপুর যাত্রাশিল্পীরা করোনা দূর্যোগকালীন সময়ে আর্থিক প্রণোদনা চেয়ে
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারক লিপি প্রদান করেন।তারা জানান যাত্রাশিল্প বাংলা ও বাঙালির হাজার বছরের ঐতিহ্যেরই অংশ। এদেশের শেকড় ও মাটির সঙ্গে যাত্রাশিল্পের রয়েছে নিবিড় সর্ম্পক। গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আজ বিলুপ্তির পথে। তাদের দাবি শিল্পী না থাকলে  শিল্প বিলুপ্ত হয় তাইএ শিল্পের বিলুপ্তি ও ঐতিহ্যকে ধরে রাখতে ও প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া অনিশ্চত, হতাশা ও সীমাহীন দুর্ভোগের মধ্যে পেশাদার যাত্রা শিল্পীদের জীবন বাচাঁতে আর্থিক অনুদান বা প্রণোদনা প্রদানের জন্য ‘বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, মণিরামপুর শাখার উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মরক লিপি প্রদান করেছেন।
যাত্রাশিল্পীদের অনুদান বা প্রণোদনা, দরিদ্র ও দুঃস্থ্য শিল্পীদের কোটা ভিত্তিক ভাতা প্রদান, উন্নতমানের যাত্রানুষ্ঠানের জন্য যাত্রাদলকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করাসহ জাতীয় শিল্পকলা একাডেমিতে একজন প্রকৃত অভিজ্ঞ যাত্রাশিল্পীকে অর্ন্তভূক্তিসহ যাত্রাশিল্পের ঐতিহ্য ও যাত্রাশিল্পীদের বেঁচে থাকার মানবিক দিকটি বিবেচনার দাবীতে রোববার বেলা ১১টায় সংগঠনের উপজেলা সভাপতি তুষার কান্তি মল্লিক ও সাধারণ সম্পাদক মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলা শতাধিক যাত্রা শিল্পী এ স্মারক লিপি প্রদান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button