সারাদেশ

যৌন নিপিড়নসহ সহিংসতা বন্ধে মানববন্ধন

সোলায়মান পিন্টু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। “যৌন আক্রমন আর না” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মহিলা ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে এ মানববন্ধন করেছে রিফ্লেকশন দল নামের একটি নারী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টায় বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাস ও এ্যাকশনএইডের আয়োজনে কলাপাড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, আভাস’র প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।
বক্তারা ধর্ষন, ধর্ষন পরবর্তি হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতা প্রতিহত করার লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় বক্তারা পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, জানুয়ারী থেকে জুন পর্যন্ত ধর্ষনের শিকার হয়েছে ৬৩০ জন নারী। এরমধ্যে একজন দ্বারা ধর্ষন ৪৬৪ জন, দলবদ্ধ ধর্ষনের শিকার ১৫৩ জন। আত্মহত্যা করেছে ৮ জন। আর ধর্ষনের প্রতিবাদ করায় খুন হয়েছে ৩জন নারী ও ২জন পুরুষ। এছাড়া ধর্ষনের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে এবং যৌন হয়রানির শিকার হয়েছে ১২৭ জন। এছাড়া এ সহিংসতা বন্ধে তারা সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button