সারাদেশ

রাত-দুপুরে খাদ্যসহায়তা নিয়ে আসহায়দের পাশে নীলফামারীর পুলিশ সুপার

নীলফামারী জেলা প্রতিনিধি: খাদ্যসহায়তা নিয়ে রাত-দুপুরে অসহায় মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর রহমান। গতকাল গভীর রাতে তার পক্ষ থেকে ৪০ জন অসহায় নারীর হাতে তিনি খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

জানা যায়, ওইদিন রাতের মধ্যে হাড়োয়া স্লইসগেট জামে মসজিদের মাঠে ওই পুলিশ সুপারের পক্ষে বিভিন্ন বাসায় খেটে খাওয়া অসহায় ওই সকল নারীর মাঝে চাল, ডাল, লবন, তেল, আলু ও সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,ডিবি পুলিশের এস আই রেজানুর রহমান,এস আই আজমীর হোসেন, নীলফামারী নিউজ ২৪, টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ।

এবিএম আতিকুর রহমান আতিক বলেন, পুলিশ জনগণের সেবক, আমার সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করছে। আপনাদের সেবা দিতে গিয়ে অনেকের জীবন কেড়ে নিয়েছে এই প্রানঘাতি করোনা ভাইরাস ।
এখন ও পুলিশের যে সকল সদস্য করোনায় আক্রান্ত তাদের জন্য তিনি সবাইকে দোয়া করার দোয়ার পাশাপাশি সামাজিক দুরুত্ব বজায় রেখে সকলকে চলাফেরা করার অনুরোধ জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button