সারাদেশ

রৌমারীতে বসতবাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে খুন, আটক ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বসতবাড়ির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বড়াইকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রামের নবিবর ওরফে নইবরের ছেলে মুকুল (৪০) কে ঘটনার দিন আটক করে থানাপুলিশ। ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আবুল হোসেনের স্ত্রী ছাবিয়া (৪৫) নামের এক মহিলাকে আটক করে রৌমারী থানা পুলিশ।
এলাকাবাসি জানায়, চর বড়াইকান্দি গ্রামের টুনুশেখের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের নবিবর ওরফে নইবরের সাথে বসতবাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ঘটনার দিন উভয় পক্ষে বসতবাড়ির সীমানা নিয়ে বাকবিতন্ডতার এক পর্যায় সংঘর্ষের সৃষ্টি হলে মুকুল গং এর লাঠির আঘাতে রফিকুল গুরুত্বর আহত হয়।
পরে গ্রামবাসিরা আহত ব্যক্তিকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত ব্যক্তিকে কুড়িগ্রাম নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।
এ প্রসঙ্গে রৌমারী থানার ওসি হাসান ইনাম বলেন, ‘ঘটনাস্থলে থানাপুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার দিন মামলার পর আটক মুকুল নামের ব্যক্তিকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে ছাবিয়া নামের এক মহিলাকে আটক করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button