সারাদেশ

লালপুরে চোলাই মদসহ সিএনজি চালক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৪৫ লিটার চোলাই মদসহ রহিদুল ইসলাম (৪০) নামের এক সিএনজি চালককে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটক রহিদুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী থানার পিয়ারপুর গ্রামের মজিদ সরকারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সোমবার দুপুরে উপজেলার ওয়ালিয়া ট্রাফিক মোড় এলাকায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই সাজ্জাদুল ইসলাম সহ পুলিশের একটি দল গণপরিবহন নিয়ন্ত্রণ ও তল্লাশির জন্য চেকপোস্ট পরিচালনা করে। এ সময় লালপুর দিক থেকে আসা একটি সবুজ সিএনজি কে থামার জন্য সংকেত দিলে সিএনজির চালক গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে দায়িত্বরত পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তার মধ্যে সবুজ রঙের ৯০ টি প্লাস্টিকের বোতলে প্রায় ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে লালপুর থানায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button