রাজশাহী বিভাগসারাদেশ

লালপুরে জিংক ধান উৎপাদন ও প্রক্রিয়াজাতকারীদের নিয়ে সম্পর্ক স্থাপন সভা

লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ হারভেস্ট প্লাস  ও গেইন বাংলাদেশের সহযোগিতায়  এবং আভা ডেভেলপমেন্ট সোসাইটি এর  আয়োজনে  সিভিসি প্রকল্পের আওতায় লালপুরে জিংক ধান চাষ, চাল উৎপাদন, সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকারীদের নিয়ে এক সম্পর্ক স্থাপন সভা অনুষ্ঠত হয়েছে। ২৯ জুলাই বুধবার দুপুরে  গোপালপুর ডিগ্রী কলেজ এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন হারভেস্ট প্লাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ ড. খায়রুল বাশার। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস বাংলাদেশের গ্রেইন সিস্টেম এন্ড মার্কেটিং এর প্রজেক্ট কোঅর্ডিনেটর সৈয়দ আবু হানিফা। এ সময় আরো যুক্ত ছিলেন  হারভেস্টপ্লাস বাংলাদেশের সীড সিস্টেম এন্ড মার্কেটিং এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ মামুর রশিদ,  আভা ডেভেলপমেন্ট সোসাইটি এর প্রিন্সিপাল ইনভেস্টগেটর (পিআই) ফেরদৌসি খানম,প্রোগ্রাম কোঅর্ডিনেটর আব্দুর রউফ ও সাইফুল ইসলাম।
 সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রতিনিধি কৃষিবিদ জাকিউল হাসান। সভায় বক্তারা বলেন, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা অপরিসীম।তাই জিংক সমৃদ্ধ খাবার খাওয়া সকলের প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে জিংকের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জিংক ধান উৎপাদন, সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ খুবই জরুরী। এ জন্য কৃষক থেকে শুরু করে সর্বশ্রেণির মানুষকে জিংক ধান উ

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button