রংপুর বিভাগসারাদেশ

লকডাউনের ২য় দিন পলাশবাড়ী থানা পুলিশ টীমের উদ্যোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ দেশজুড়ে ভয়াবহ করোনাভাইরাস মহামারি মোকাবেলার অংশ হিসেবে স্বাস্থবিধি ছাড়াও সরকারি বিধিনিষেধ যথাযথ মেনে চলার নির্দেশনা সমূহ কার্যকরসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সার্বজনীন জনস্বার্থে গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের উদ্যোগে সতর্কতা তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দ্বিতীয় দিন মাস্ক পরিধান ব্যতিত ঘরের বাইরে ঘোরাফেরাসহ ব্যবসা প্রতিষ্ঠান সমূহ বন্ধ ছাড়াও আরোপিত সরকারি নির্দেশনা কার্যকর করতে দিনভর পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ বিরামহীন অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহার নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদসহ বিশাল বহরের পুলিশ টীমের অংশগ্রহণে সতর্কতা তৎপরতা অভিযান পরিচালনা করা হয়। করোনাভাইরাসের করালগ্রাস নতুনরূপে আবারো দৈনন্দিন জীবন যাত্রাকে মারাত্মক ব্যহত করছে। প্রতিদিনই অহরহ প্রাণহানী ঘটছে। সেইসাথে মৃতের সংখ্যা দিন-দিন বেড়েই চলেছে।
করোনার দূর্বিষহ কালোথাবার এইসময় অনেকেই আক্রান্ত হচ্ছেন-অনেকেই মারা যাচ্ছেন। সর্বোপরি স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় চলমান লকডাউন কালীন পুলিশি অভিযানকালে সর্বস্তরের সবাইকে মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ সমূহ নিশ্চিত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।
এসময় পুলিশ টীম জনস্বার্থে এটাই হোক আমাদের নিত্যদিনের অঙ্গিকার উল্লেখ করে সর্বস্তরের সকলের উদ্দেশ্যে নিজে মাস্ক পড়ুন এবং অন্যদের পড়তে স্বতঃস্ফুর্ত সহযোগিতা কামনা করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button