সারাদেশ

লালমনিরহাটে ৯৩ জনের জরিমানা

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে মাস্ক ছাড়া এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরার কারণে বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে ৯৩ জনের ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টার জেলার ৫ উপজেলার বিভিন্ন অলিতে গলিতে ১২টি মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারীকৃত এই আদেশ অমান্য করে লালমনিরহাটের ৫টি উপজেলায় হাট-বাজারে মাস্ক ও অকারণে ঘোরাফেরা করছে লোকজন। এমন তথ্যের ভিত্তিতে জেলার পাঁচটি উপজেলায় ১২টি মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে অযথা ঘোরাফেরা করার অপরাধে ৯৩ ব্যক্তিকে ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
একই সাথে পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।
এর বাইরে দলটি দিনব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জেলা উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালায়।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, সরকারি নির্দেশনা অমান্য কারায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করবে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button