সারাদেশ

শার্শায় মোটরসাইকেল পাচারকালে কারবারির মৃত্যু

যশোরের শার্শায় চোরাই পথে মোটরসাইকেল নিয়ে আসার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ধাওয়ায় রফিকুল ইসলাম নামে এক চোরাকারবারির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শার্শার রুদ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মৃত রফিক দাঁতখালী গ্রামের জমাত আলীর ছেলে।

তথ্যসূত্রে জানা যায়, দাঁতখালী গ্রামের চোরাকারবারি ঘাট মালিক করিমের ছেলে লালটু মিয়া, রুদ্রপুর গ্রামের গফফারের ছেলে শহিদুল ইসলাম, আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন, দাঁতখালী গ্রামের জমাত আলীর ছেলে রফিক ও শাহজাহান ভারত থেকে চোরাই পথে মোটরসাইকেল নিয়ে আসার সময় বিএসএফ ধাওয়া করে। এরপর তারা বাংলাদেশ সীমান্তে আসলে বিজিবি ধাওয়া দেয়। বিজিবির ধাওয়া খেয়ে রফিক মাথায় গাছের সাথে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে।

এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাইলে দাঁতখালী গ্রামের কয়েকজন যুবক বলেন, চোরাই পথে প্রতিনিয়ত ভারত থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য আসে। যার সাথে জড়িত ওই গ্রামের অধিকাংশ মানুষ। আর রাতে নদী পথে মোটরসাইকেল রশি বেঁধে পানির ভিতর দিয়ে টেনে আনে।

২১ বিজিবি রুদ্রপুর ক্যাম্পের নায়েক সুবেদার সাইফুল ইসলাম বলেন, ভারত থেকে চোরাই পথে মোটরসাইকেল নিয়ে আসার সময় চোরাকারবারি দৌড়ে পালিয়ে গেলেও আমরা  মোটরসাইকেল উদ্ধার করি। মোটরসাইকেল কে বা কারা নিয়ে আসছিল তা জানা যায়নি। তবে এটা খতিয়ে দেখা হচ্ছে।

রফিক নামে একজন বিজিবির ধাওয়ায় মারা গেছে এমন প্রশ্নের জবাবে, এটা আমার জানা নেই বলে তিনি বলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button