খুলনা বিভাগসারাদেশ

কালিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোঁয়া সার্ভিস ক্যাম্পেইনসহ সুরক্ষা সামগ্রী বিতরণ

নড়াইল: করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হাত ধোঁয়া সার্ভিস ক্যাম্পেইনসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

পল্লীসমাজের উদ্যোগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার পুরুলিয়া, বাবরা-হাচলা ও হামিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাত ধোঁয়া সার্ভিস ক্যাম্পেইনসহ সুরক্ষা সামগ্রী দেয়া হয়। এছাড়া কালিয়া পৌর এলাকায়ও পল্লীসমাজের উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক লিপি বিশ্বাস, পল্লীসমাজের নেত্রী সালমা বেগম, ডালিয়া বেগম, আশয়া খাতুন, বুলু রানী, নাজমা বেগম, সেতারা বেগম, সবিতা রানীসহ অনেকে।

করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মানুযায়ী হাতধোঁয়াসহ সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button