সারাদেশ

শেরপুরে নাশকতা মামলায় জামায়াত ও যুবদলের দুই নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জামায়াত ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে। গত সোমবার (১৯আগস্ট) মধ্যরাতে পৌরশহরের শ্রীরামপুর পাড়া ও উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞার নির্দেশে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তাঁরা হলেন- জামায়াতের নেতা (রুকন সদস্য) উপজেলার তালতা গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে মো. সোবহান (৫৫) ও পৌরশহরের শ্রীরামপুর পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শহীদ জিয়া স্মৃতি সংসদের উপজেলা কমিটির সভাপতি এবং উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. শফিউল আলম সবুজ (৩২)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। মামলা দায়ের হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন। তাই বিচারিক আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর সেই গ্রেফতারি পরোয়ানামূলে তাদের ধরতেই ওই পুলিশি অভিযান চালানো হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (২০আগস্ট) দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button