সারাদেশ

বগুড়া শেরপুরে পুলিশ পেটানো দুর্ধর্ষ সন্ত্রাসী হালিম গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় পুলিশকে পেটানো ও আদালতের কাঠগড়া থেকে পালানো তালিকাভুক্ত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী আব্দুল হালিমকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে। গত রোববার (১২এপ্রিল) সন্ধ্যারাতে স্থানীয় গাড়ীদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন। থানার ওসি মো. হুমায়ুন কবির ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এদিকে পুলিশি অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে ওই সন্ত্রাসী পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম নুরুর ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশের ওই কনস্টেবল আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ জানায়, চলতি বছরের ২৭জানুয়ারি সন্ত্রাসী হালীমের বিরুদ্ধে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত মাদক ও চুরি মামলায় রায় ঘোষণা করেন। কিন্তু রায় ঘোষণার পরপরই আদালতের কাঠগড়া থেকে লাফিয়ে বেড়িয়ে আসেন। এসময় কর্তব্যরত পুলিশের সদস্যরা তাকে ধরার চেষ্টা চালান। কিন্তু তাদের বেধড়ক মারপিট করে পালিয়ে যান সন্ত্রাসী হালীম।

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। এছাড়া একাধিক মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হালীমের বিরুদ্ধে বেশ কয়েকটি আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পালিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, গোপনে সংবাদ পেয়ে সন্ত্রাসী হালীমকে ধরতে অভিযান চালানো হয়। একপর্যায়ে পুলিশ কনস্টেবল নুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা চালায়। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পালাতে গিয়ে পাকা সড়কের ওপর পড়ে যায় সে। এতে মাথায় রক্তাক্ত জখম হয়। পরে চিকিৎসার জন্য তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button