ময়মনসিংহ বিভাগসারাদেশ

শ্রীবরদীতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রতিনিধি: “নতুন বিশ্ব কল্পনাতে, শিশুর তরে শিশুর সাথে”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শ্রীবরদী এপি হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র আয়োজনে শিশু ফোরামের সদস্যদের নিয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রীবরদী এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং-এর সভাপতিত্বে শিশু অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা। প্রোগ্রাম অফিসার জনপল স্কু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার অফিসার ফ্লোরা মাং সাং, জেফিরাজ দোন কুবি, হারুনুর রশিদ, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ও শিশু ফোরামের সদস্যরা। এসময় শ্রীবরদী পৌরসভা ও তাতিহাটি ইউনিয়নের শিশু ফোরামের ১৫ জন সদস্যদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও গত বৃহস্পতিবার কাকিলাকুড়া, সিংগবরুণা ও রানীশিমুল ইউনিয়নের শিশু ফোরামের ৩০ জন সদস্য নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button