খুলনা বিভাগসারাদেশ

সরকারী গাছ কাটার অভিযোগ এলাকার প্রভাবশালীদের উপর

ভ্রাম্যমাণ প্রতিনিধি যশোর: যশোরের বেনাপোল পোর্টথানাধীন বাইপাস সড়ক থেকে ৩টি মুল্যবান গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের উপরে।

এ ঘটনায় বনবিভাগ কাউকে আটক বা গাছ উদ্ধার করেতে পারেনি। তবে পুলিশ অভিযুক্ত রাজু নামে একজনকে আটক করলেও প্রভাবশালীদের তদবীরে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

শনিবার(১৬ মে) বিকালে বেনাপোল পৌর এলাকার ইরানী রাইস মিলের মালিক গাছ তিনটি কেটে নেয় বলে অভিযোগ পাওয়া যায়।

এদিকে ইরানী রাইস মিলের মালিক অভিযুক্ত রাজু জানান, তিনি সমিতির লোকজনদের জানিয়ে মিলের রাস্তা বের করার জন্য গাছ কেটেছিলেন। গাছ তিনটা পোর্টথানা পুলিশের জেম্মায় দেওয়া হয়েছে।

শার্শা উপজেলা বনবিভাগের কর্মকর্তা আব্দুল গনি জানান, গাছ কাটার বিষয়ে সমিতির লোকেরা তাকে আগে কিছু জানায়নি। পুলিশ বিকাল ৫ টায় গাছ কাটার ঘটনা তাকে জানায়। অফিসে জনবল কম থাকায় তিনি ব্যবস্থা নিতে পারেননি। আগামীকাল এলাকায় গিয়ে বিস্তারিত খোজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন বলেন, লোকমুখে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button