রাজশাহী বিভাগসারাদেশ

সাপাহার প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সভাপতির বিভিন্ন অনিয়ম দুর্নিতী ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের পদত্যাগের মধ্য দিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লব অফিসে অতিরিক্ত এক সভায় বসে এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে কমিটির বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ক্লাবের অন্যান্য সদস্য এমনকি কার্যনির্বাহী সদস্যদেরও কোন তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশী মত প্রেসক্লাব পরিচালনা সহ বিভিন্ন অনিয়ম দুর্নিতী ও সেচ্ছাচারিতা করে চলেছে। এমনি অভিযোগ এনে ওই দিন প্রেসক্লাবের সাধারণ সম্পদক গোলাপ খন্দকার, সহ সভাপতি, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক নয়ন বাবু ও কার্যনির্বাহী সদস্য ছাদেক উদ্দীন ক্লাবের সর্ব মোট ১৬জন সদস্যদের মধ্যে ১৩জন সদস্যদের নিয়ে জরুরী ভিত্তিতে এক বৈটকে বসেন। বৈঠকে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য তাদের স্ব স্ব পদ থেকে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং ওই বৈঠকেই সাপাহার প্রেসক্লাবের সিনিয়র ও সাবেক সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনকে প্রধান আহব্বয়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button