সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদ ইয়াবাসহ আটক ২

সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদ ও ইয়াবার চালানসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশ।

মঙ্গলবার সকালে আটকদের তাহিরপুর ও দোয়ারাবাজার থানায় আলামতসহ সোপর্দ করা হয়।

ইকবাল পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার রঘুরামপুর গ্রামের মহিমউদ্দিন মণ্ডলের ছেলে।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়ার্টার্স মিডিয়া সেল জানায়, শ্রীপুর উত্তর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল মাদকের চালান নিয়ে পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা যাওয়ার পথে জঙ্গলবাড়ী এলাকা থেকে সোমবার বিকালে ইকবালকে আটক করে।

আটকের পর তার হেফাজতে থাকা কার্টনভর্তি বিদেশি ১০ বোতল মদ, সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে একই দিন সন্ধ্যায় ব্যাটালিয়নের দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের বাঁশতলা বিওপির বিজিবি টহল দল আকিলপুর এলাকা থেকে জসীমউদ্দিন নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেন।

পরে তার হেফাজত থেকে সিমসহ একটি মোবাইল ফোন ও ১২ বোতল মাত্রাতিরিক্ত অ্যালকোহলযুক্ত বিদেশি মদের বোতল জব্দ করা হয়।

মঙ্গলবার বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম যুগান্তরকে বলেন, সুনামগঞ্জ সীমান্ত অঞ্চল মাদকমুক্ত করতে প্রতিটি বিওপির বিজিবি সদস্যরা অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশ তৎপর রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button