আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকা থেকে ভেঙে পড়লো ১৭০ কিলোমিটার দীর্ঘ বরফখন্ড

পৃথিবীর দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা থেকে ভেঙে পড়লো ১৭০ কিলোমিটার দীর্ঘ একটি বরফখন্ড। এটি নিউইয়র্কের ম্যানহাটন এলাকার প্রায় ৮০ গুণ বড়। গতকাল বুধবার ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এ তথ্য জানিয়েছে।

সিএনএনের এক খবরে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার রনে আইস সেলফ থেকে বরফখন্ডটি ভেঙ্গে ওয়েড্ডেল সাগরে পড়েছে। এই বরফখন্ডটি লম্বায় প্রায় ১৭০ কিলোমিটার এবং ২৫ কিলোমিটার প্রস্থবিশিষ্ট। যা স্প্যানিশ আইল্যান্ড অব ম্যাজরকার চেয়ে সামান্য বড়। এই বরফখন্ডটি এখন আনুষ্ঠানিকভাবে এ-৭৬ নামে পরিচিত।

খবরে বলা হয়েছে, বরফখন্ড ভেঙ্গে পড়ার বিষয়টি স্বাভাবিক চক্রের অংশ। তবে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে খুবই উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, ওই অঞ্চলে তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে থাকায় বরফ গলে যাচ্ছে ধারণার চেয়ে বেশি দ্রুত গতিতে। সূত্র: সিএনএন

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button